রেষ্টুরেন্টে খেতে গিয়ে ঝামেলা। পুলিশের এক সাব ইন্সপেক্টরকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল উত্তরপ্রদেশের মেরঠে বিজেপির এক কাউন্সিলরের বিরুদ্ধে। অভিযুক্ত কাউন্সিলরের নাম মনীশ কুমার। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। জানা গেছে, নিগৃহীত পুলিশ অফিসারের নাম সুখপাল সিং। এক বান্ধবীকে নিয়ে মেরঠে-দেরাদুন এক্সপ্রেসের ধারে ওই রেস্টুরেন্টে খেতে যান সুখপাল সিং। খাবার দিতে দেরী করায় হোটেল কর্মীদের সঙ্গে বচসা শুরু হয়। ভিডিওতে দেখা গেছে, সেসময় সেখানে এসে উপস্থিত হন মনীশ কুমার। ঘটনাচক্রে ওই হোটেলের মালিকও তিনি। কথা কাটাকাটির এক পর্যায়ে সুখপালকে উপুর্যপুরি থাপ্পর কষাতে থাকেন। একসময় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যান সুখপাল। তখনও সমানে চলছে চড়, থাপ্পর। তবে নিশ্চুপ ছিলেন না সুখপালের বান্ধবী। হোটেল কর্মীদের লক্ষ্য করে প্লেট, গ্লাস ছুঁড়তে দেখা যায় তাকেও। মনীশ নিজেও ১০০ ডায়াল করে পুলিশকে ডাকেন। তার অভিযোগ, ওই সাব-ইন্সপেক্টর ও তার বন্ধবী দুজনেই মদ্যপ ছিলেন। পরে পুলিশ এসে দু’জনকে কাঁকড়খেড়া থানায় নিয়ে যায়। সেখানে মেডিকেল পরীক্ষার ব্যবস্থা করা হয়। আর শনিবার গ্রেফতার করা হয় কাউন্সিলরকে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।
Be the first to comment