মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে আগামিকাল, বুধবার। সকাল দশটায় ফল প্রকাশিত হবে। সাড়ে দশটা থেকে ওয়েবসাইটে ফল জানতে পারবে ছাত্রছাত্রীরা। তবে করোনা আবহে আগামিকালই মার্কশিট হাতে পাবে না ছাত্রছাত্রীরা, মঙ্গলবার এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী। স্কুলগুলি স্যানিটাইজেশনের পর ছাত্রছাত্রীদের অভিভাবকদের হাতে রেজাল্ট তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পর্ষদ সূত্রে খবর, ২২ -২৩ জুলাই নাগাদ অভিভাবকদের ডাকা হবে রেজাল্ট সংগ্রহের জন্য। সূত্রের খবর, ১৭ জুলাই শুক্রবার প্রকাশিত হতে পারে উচ্চমাধ্যমিকের ফল।
উল্লেখ্য, লকডাউন চলাকালীনই মধ্যশিক্ষা পর্ষদের তরফে উত্তরপত্রে নম্বর বসানো ও খাতা সংগ্রহের কাজ শুরু করে দেওয়া হয়েছিল। প্রথম দফায় গ্রিন, তারপর অরেঞ্জ ও সবশেষে রেড জোন থেকে উত্তরপত্র ও নম্বর সংগ্রহের কাজ শুরু করা হয়। বেশির ভাগ উত্তরপত্র ও নম্বর সংগ্রহের কাজ হয়ে গেলেও শেষমেষ পর্ষদের তরফে ৪৮ ঘণ্টার মধ্যে উত্তরপত্র জমা দেওয়ার নির্দেশিকা জারি করা হয় মূল্যায়নকারী শিক্ষকদের উদ্দেশে। নির্দেশিকার জেরে ১০০% উত্তরপত্রের নম্বরই জমা পড়েছে পর্ষদের কাছে। তখনই বোঝা যায়, জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহেই মাধ্যমিকের ফল প্রকাশ করতে আগ্রহী রাজ্য।
Be the first to comment