সোমবার ICSE-এর দশম এবং ISC-এর দ্বাদশ শ্রেণির ফল প্রকাশিত হলো ৷ কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনের অফিসিয়াল ওয়েবসাইট www.cisce.org or www.results.cisce.org -তে গিয়ে রেজাল্ট দেখতে পাবে ছাত্রছাত্রীরা ৷ এছাড়াও মোবাইল এএমএস-এ মাধ্যেমেও জানা যাবে রেজাল্ট ৷ ICSE বা ISC লিখে স্পেস দিয়ে লিখতে হবে আইডি নম্বর ৷ পাঠিয়ে দিতে হবে ৪২০৯৮০৮৮৮২৩ নম্বরে ৷ এবছর ICSE-এর দশম শ্রেণিতে পাশের হার ৯৮.৫১ শতাংশ। জানা গিয়েছে, মুম্বইয়ের স্বয়াম দাস ৯৯.৪ শতাংশ নম্বর পেয়ে শীর্ষ স্থান দখল করেছে ৷ মেয়েদের মধ্যে পাশের হার ৯৮.৯৫ শতাংশ ৷ ছেলেদের ৯৪.১৫ শতাংশ ৷
অন্যদিকে ISC-এর দ্বাদশ শ্রেণির পাশের হার ৯৬.২১ শতাংশ ৷ মেয়েদর মধ্যে পাশের হার ৯৭.৬৩ শতাংশ ৷ ছেলেদের মধ্যে পাশের হার ৯৪.৯৬ শতাংশ। জানা গিয়েছে, মুম্বইয়ের লীলাবতী পোদ্দার হাই স্কুলের অভিজ্ঞান চক্রবর্তী প্রথম হয়েছে।
Be the first to comment