রোজদিন ডেস্ক:-
মূল্যবৃদ্ধির হার বেড়ে ৫ শতাংশের উপরে উঠে গেল। সোমবার কেন্দ্রীয় পরিসংখ্যান উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, সেপ্টেম্বরে তা বেড়ে হয়েছে ৫.৪৯ শতাংশ। তার আগের মাস, অর্থাৎ অগস্টে খুচরো মূল্যবৃদ্ধির হার ছিল ৩.৬৫ শতাংশ। অর্থাৎ প্রায় অনেকটাই খুচরো মূল্যবৃদ্ধির হার চড়েছে।
এই মূল্যবৃদ্ধি ২০২৩-এ বেড়েছিল ৭.৪১ শতাংশ। সে বছরের অক্টোবরে তা কিছুটা নেমে ৬.৭৭ শতাংশ হয়েছিল। তবে এ বারও অক্টোবরে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছে কেন্দ্র।
মূল্যবৃদ্ধির পরিস্থিতি যা তাতে শস্য, সব্জি এবং অন্যান্য খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে না আনতে পারলে খুচরো পণ্যে মূল্যবৃদ্ধির হার কমানো কঠিন হবে বলে অর্থনীতিবিদদের একাংশ মনে করছেন।
Be the first to comment