হালিশহরে ৮ জন কাউন্সিলর আবার ফিরে এলো তৃণমূলে

Spread the love

বিধাননগর প্রেস কর্ণারে পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, সদ্য বিজেপিতে যাওয়া হালিশহরে ৮জন কাউন্সিলর আবার ফিরে এলেন তৃণমূল। ভাটপাড়া থেকে নৈহাটি, নৈহাটি থেকে হালিশহর তাদের গুন্ডা বাহিনী, বাইক বাহিনী নিয়ে সন্ত্রাস করতো। নতুন যে সাংসদ হয়েছে তার নাম করে তিনি অর্জুন সিংহের নাম করে বলেন, তিনি অমিত শাহের কাছে প্রমোশন পাবার জন্য বা স্কোর বাড়ানোর জন্য জোর করে ভয় দেখিয়ে একটা সন্ত্রাসের পরিবেশ তৈরী করছে। বিজেপি করো নাহলে তোমাদের বাড়ি ভেঙে দেওয়া হবে, তোমাদের খুন করা হবে, তোমাদের কারখানা ভেঙে দেওয়া হবে এরকমই হুমকি দেওয়া হচ্ছে। এবং বাস্তবেও তাই করা হচ্ছে এভাবেই হালিশহর পুরসভার ১২ জন কাউন্সিলরকে ভয় দেখিয়ে দিল্লিতে নিয়ে গিয়েছিল মুকুল রায় ও অর্জুন সিং।

তিনি বলেন, আমি ধন্যবাদ জানাই চেয়ারম্যান সহ এই ৮ জন কাউন্সিলরকে যারা ভয়ের কাছে মাথা নত করেনি। বাঘের গায়ে যেমন জঙ্গলের গন্ধ থাকে তেমনই এই কাউন্সিলরদের গায়েও তৃণমূল কংগ্রেসের গন্ধ ছিল সুতরাং তারা ছটফট করছিল। কারণ তারা অন্য দলে জোরপূর্বক গিয়ে এক দম বন্ধ করা পরিবেশের মধ্যে ছিল। তাই তারা মুক্ত বাতাসে তৃণমূল কংগ্রেসে দিদির নেতৃত্বে ফিরে আসতে চাইছিল। সবাইকে জোরপূর্বক নিয়ে যাওয়া হয়েছিল। এমনকি তাদের বাচ্চা সন্তানদের নিয়েও ভয় দেখানো হয়েছিল। আবেগ ধরে রাখতে না পেরে এদিন ফিরহাদ হাকিম বলেন, একটা মায়ের কাছে তাঁর সন্তান বড়ো নাকি তৃণমূল বিজেপি বড়? কিন্তু তাও তারা ফিরে এসে দিদিকে প্রণাম করে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ।

সাংবাদিকরা প্রশ্ন করেন যে দলনেত্রী তো বলেছিলেন যারা একবার দল বদলে যাবে তাদের আর দলে নেওয়স হবেনা এই প্রশ্নের উত্তরে ববি হাকিম বলেন, যেভাবে জোরপূর্বক তাদের ভয় দেখিয়ে খুনের হুমকি দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল তা অত্যন্ত লজ্জাজনক। নেত্রী বলেছেন যদি আবারও অর্জুন বাহিনী এমন তান্ডব চালায় তাহলে তাদের সবাইকে জেলের ভিতর থাকতে হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*