পাঁচ দিন কর্মবিরতি। এনআরএস কান্ডের জটিলতা কাটতে চলেছে প্রায়। শনিবার রাতে সাংবাদিক সম্মেলনে আন্দোলনকারী ডাক্তাররা জানায়, পাঁচ দিন ধরে ওপিডি বন্ধ, এটা আমরাও চাই না। আলোচনার রাস্তা খোলাই আছে, আমরা কাজে ফিরতে চাই,”।
তবে আন্দোলনকারী ডাক্তাররা সাফ জানিয়ে দিয়েছেন, তাঁরা নবান্নে যাবেন না। অন্য দিকে, এ দিনই রাজভবন থেকে প্রেস বিবৃতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্দোলনকারী ডাক্তারদের সঙ্গে দেখা করে তাঁদের নিরাপত্তার বিষয়টা সুনিশ্চিত করার পরামর্শ দিয়েছেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী।
এদিন সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, ডাক্তাররা যেন নবান্নে এসে তাঁদের সমস্যা এবং দাবিদাওয়ার ব্যাপারে কথা বলেন। পাশাপাশি তাঁরা যেন ডিউটিতে ফেরেন সে ব্যাপারেও আবেদন জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরই ডাক্তারদের এই বিবৃতি, অনেকেরই ধারণা এবার কাটতে চলেছে জট এনআরএস কান্ডের।
Be the first to comment