মায়ানমারে রয়টার্সের দুই সাংবাদিককে দেশের গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগে সাত বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। রোহিঙ্গা নিপীড়নের তথ্য সংগ্রহের সময় গ্রেপ্তার হন তাঁরা। বিচারক ইয়ে লইন তাঁর রায়ে বলেন, সাংবাদিক ওয়া লোন (৩২) এবং কিয়াও সো ওর (২৮) তথ্য সংগ্রহের সময় জাতীয় গোপনীয়তা আইন ভেঙেছেন। আগাগোড়া নিজেদের নির্দোষ দাবি করে এই দুই সাংবাদিক আদালতকে বলেছিলেন, গত ১২ ডিসেম্বর ইয়াঙ্গনের এক রেস্তোরাঁয় নিমন্ত্রণ করে দুই পুলিশকর্মী তাদের হাতে কিছু মোড়ানো কাগজ ধরিয়ে দেন এবং তার পরেই সেখান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। রায়ের পর রয়টার্সের প্রধান সম্পাদক স্টিফেন জে অ্যাডলার বলেন, “মিয়ানমারের জন্য, রয়টার্সের সাংবাদিক ওয়া লোন ও কিয়াও সো ওর জন্য এবং বিশ্বের সব সংবাদমাধ্যমের জন্য আজ একটি দুঃখের দিন।” এই রায় সংশোধনের জন্য় মায়ানমার সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
Be the first to comment