বন্যায় ভেসে গিয়েছে কর্ণাটকের হাসান জেলা। বন্যা পরিস্থিতি দেখতে গিয়েছিলেন রাজ্যের পূর্তমন্ত্রী এইচ ডি রেভান্না। বন্যাদুর্গতদের দিকে বিস্কুটের প্যাকেট ছুঁড়ে দিতে দেখা গেল তাঁকে। টিভিতে সেই ছবি দেখে নিন্দার ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায়। পূর্তমন্ত্রী আবার মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর ভাই। মুখ্যমন্ত্রী ভাইয়ের সমর্থনে এগিয়ে এসেছেন।
হাসান জেলায় মন্ত্রীর সামনে বন্যার্ত নারী ও শিশুরা জড়ো হয়েছিল। মন্ত্রী এক অফিসারের থেকে বিস্কুটের প্যাকেট চেয়ে নিয়ে তাদের দিকে ছুঁড়ে দেন। তা দেখে রাজ্যের প্রবীণ বিজেপি নেতা এস সুরেশ কুমার মন্তব্য করেছেন, মাননীয় পূর্তমন্ত্রী, বন্যাদুর্গতদের দিকে ওভাবে বিস্কুট ছুঁড়ে দেওয়া কি পূর্ত দফতরের কাজ? আপনার এমন আচরণের পিছনে কোন মনোভাব কাজ করছে? আপনি কি অত্যধিক অহংকারী হয়ে উঠেছেন? নাকি আপনি সভ্যতা জানেন না ?
মুখ্যমন্ত্রী ভাইয়ের সমর্থনে বলেছেন, আমিও টিভিতে রেভান্নাকে দেখেছি। সে ঔদ্ধত্যের বশে বিস্কুট ছুঁড়ছিল ভাবলে ভুল হবে। বন্যার্তরা তাকে ঘিরে দাঁড়িয়েছিল। সেখানে নড়াচড়ার জায়গা ছিল না। তাই ওইভাবে বিস্কুট দিতে হয়েছিল ।
রেভান্না নিজেও ওই বিতর্কে খুব দুঃখ পেয়েছেন বলে জানিয়েছেন। তাঁর কথায়, আমি যদি নিজে না দিয়ে আর কাউকে বিস্কুট দিতে বলতাম, তা হলে এত কথা উঠত না। রেভান্নার ছেলে প্রজোয়াল রেভান্না বলেন, আমার বাবা খুব বিনয়ী মানুষ। বন্যাদুর্গতদের প্রতি তাঁর যথেষ্ট সহানুভূতি আছে।
Be the first to comment