আরজি কর কাণ্ডে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে চলছে দফায় দফায় জিজ্ঞাসাবাদ..

Spread the love

অমৃতা ঘোষ:-

আরজি কর ধর্ষণ ও হত্যার জেরে কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মামলার তদন্ত করছে সিবিআই। বর্তমানে সুপ্রিম কোর্ট এই মামলা স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করেছে। এই অবস্থায় আরজি করে টেন্ডার দুর্নীতি সহ একাধিক অভিযোগে সন্দীপ ঘোষের বিরুদ্ধে কিভাবে সিট গঠন করে তদন্ত শুরু করছে পুলিশ, সেই প্রশ্ন তুলেছেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়।

আরজি কর কাণ্ডে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। মঙ্গলবার নিয়ে টানা পাঁচদিন তাঁকে তলব করা হয়েছে লালবাজারেও। এরই মধ্যে ফের সন্দীপ ঘোষের বিরুদ্ধে রাজ্য সরকার নিজে থেকে তদন্ত শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। আরজি কর হাসপাতালে আর্থিক নয় ছয়ের তদন্ত করা হবে। তবে এই তদন্ত সরকার কী ভাবে করবে সেই নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তোলা হয়েছে।
তাঁর বিরুদ্ধে নতুন করে এফআইআর দায়ের হয়েছে কলকাতা পুলিশে। অভিযোগ, তিনি নির্যাতিতা ও নিহত তরুণী চিকিৎসকের নাম বার বার জনসমক্ষে প্রকাশ করেছেন। পাশাপাশি সন্দীপের বিরুদ্ধে ‘প্রিভেনশন অব কোরাপশন’ আইনের ধারাতেও মামলা রুজু হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের জুন মাসে টালা থানায় তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দায়ের হয়েছিল। তার ভিত্তিতেই এই মামলা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*