অমৃতা ঘোষ:-
আরজি কর কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলায় হস্তক্ষেপ করেছিল সুপ্রিম কোর্ট। আর আজ সেই মামলারই শুনানি। শীর্ষ আদালত খোলার অপেক্ষা করে মঙ্গলবার সকলে। সকালে প্রধান বিচারপতির এজলাসে প্রথমেই উঠবে আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলাটি।
সুপ্রিম কোর্ট জানিয়েছে, অন্য কোনও শুনানি নয়, সবার আগে এই মামলাটিই শুনবে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। প্রধান বিচারপতি ছাড়াও ওই বেঞ্চে থাকবেন বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র।
রবিবার আরজি কর মামলায় স্বতঃপ্রণোদিত ভাবে পদক্ষেপ করেছিল সুপ্রিম কোর্ট। রুজু করেছে সুয়ো মোটো মামলা। আজ জরুরি ভিত্তিতে সেই মামলারই শুনানি শুরু হতে চলেছে সকাল সাড়ে ১০টা নাগাদ।
এখনও এক অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেফতার করা ছাড়া তদন্তের তেমন কোনও অগ্রগতি ঘটেনি। কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার সিবিআই-এর হাতে গেলেও, নতুন কোনও তথ্যপ্রমাণ এখনও সামনে আসেনি অপরাধ সম্পর্কে। আজ সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট করার কথা সিবিআইয়ের। এছাড়াও চলছে লাগাতার জেরা ও তথ্যপ্রমাণ সংগ্রহের কাজ। এই পরিস্থিতিতে আজ সুপ্রিম কোর্ট এই মামলায় কী নির্দেশ দেয়, সেদিকে তাকিয়ে গোটা পশ্চিমবঙ্গ তো বটেই, সেই সঙ্গে সারা দেশও।
Be the first to comment