RG KAR LIVE UPDATE — প্রায় দু’ঘণ্টা পর শেষ হল বৈঠক, চলছে বৈঠকের মিনিট্‌স লেখার কাজ

Spread the love

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদে চলছে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি। রাজ্য সরকারের পঞ্চম চিঠিতে সাড়া দিয়ে আন্দোলনরত চিকিৎসকেরা মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকে বসেন। আলোচনা চলছে।  এর পর  কি উঠবে চিকিৎসকদের কর্মবিরতি? প্রতি মুহূর্তের খবর জানতে চোখ রাখুন রোজদিনের লাইভ আপডেটে (LIVE UPDATE)। 

১৬ সেপ্টেম্বর ২০২৪, ২১:৫০ : সূত্রের খবর, হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন নিয়ে আন্দোলনকারী চিকিৎসকেরা যে দাবি তুলেছেন, তা মেনে নিয়েছেন মুখ্যমন্ত্রী।

১৬ সেপ্টেম্বর ২০২৪, ২১:৪০ : বৈঠক শেষের পর প্রায় এক ঘন্টা অতিক্রান্ত, মুখ্যমন্ত্রীর বাড়িতেই রয়েছেন চিকিৎসকেরা।

১৬ সেপ্টেম্বর ২০২৪, ২১:২৭ : মুখ্যমন্ত্রীর বাড়ির সামনের রাস্তায় ‘বিচার চাই’, ‘জাস্টিস ফর আরজি কর’ বলে স্লোগান উঠলো।

১৬ সেপ্টেম্বর ২০২৪, ২১:০৮ : মুখ্যমন্ত্রী তাঁর বাসভবনে যে ঘরে চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন, সেই ঘর ছেড়ে বেরিয়ে গেলেন মুখ্যমন্ত্রী।

১৬ সেপ্টেম্বর ২০২৪, ২০:৪৫ : প্রায় দু’ঘণ্টা পর শেষ হল বৈঠক। চলছে বৈঠকের বিবরণী (মিনিট্‌স) লেখার কাজ।

১৬ সেপ্টেম্বর ২০২৪, ২০:৪২ : যে বাসে করে চিকিৎসকেরা কালিঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে আসেন বৈঠকের জন্য, সেই বাসটি মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গেল।

মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ঢুকছে চিকিৎসকদের বাস

১৬ সেপ্টেম্বর ২০২৪, ২০:৩২ : দেড় ঘন্টা অতিক্রান্ত। মুখ্যমন্ত্রীর বাসভবনে এখনো চলছে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক। দেড় ঘন্টা ধরে হাসপাতালগুলির সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে বৈঠকের পর এবার শুরু হল বাদবাকি ৪ দফা দাবি নিয়ে বৈঠক।

১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৯:২৪ : রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলি সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে মুখ্যমন্ত্রী সাথে বৈঠক করছেন চিকিৎসকেরা।

১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৯:১১ : ৫ দফা দাবির স্মারকলিপি মুখ্যমন্ত্রীকে জমা দিলেন চিকিৎসকদের প্রতিনিধি দল।

১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৯:০৩ : কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠকে রয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী।

১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৯:০১ : মুখ্যমন্ত্রীর বাসভবনে, যে ঘরে বসে কাজ করেন তিনি সেখানেই, জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠক শুরু হল।

১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৫০ : ৩২ জন জুনিয়র চিকিৎসক সহ দুজন স্টেনোগ্রাফারকে প্রতিনিধি দল কালীঘাটের বাড়িতে ঢুকলেন। প্রত্যেকে ঢোকার মুখে সই করে ফোন জমা দিয়ে ভেতরে ঢুকলেন। এখন তাদের সিকিউরিটি চেকিং চলছে। বৈঠক শুরু হবে আজ সন্ধ্যে সাতটা থেকে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে।

কালিঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে জুনিয়র চিকিৎসকেরা ঢুকলেন

১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৪৬ : মুখ্যমন্ত্রীর বাড়িতে চিকিৎসকদের সঙ্গে দুই পেশাদার স্টেনোগ্রাফারকে প্রবেশেরও অনুমতি দেওয়া হয়েছে। আন্দোলনকারীদের সঙ্গেই এসেছেন তাঁরা।

১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৮:১৫ : জুনিয়র চিকিৎসকদের বাস কালিঘাটে পৌঁছাল।

মুখ্যমন্ত্রীর বাড়ির গলিতে ঢুকে গেলো জুনিয়র চিকিৎসকদের বাস

১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫৯ : মা ফ্লাইওভার ধরলো জুনিয়র চিকিৎসকদের বাস।

জুনিয়র চিকিৎসকদের বাস মা ফ্লাইওভারে

১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৩৬ : টেকনো ইন্ডিয়ার মোর থেকে নিজেদের বাসে উঠলেন চিকিৎসকেরা, কালিঘাটের উদ্দেশ্যে যাবে বলে।

নিজেদের বাসে উঠলেন চিকিৎসকেরা

১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৭:২৪ : জুনিয়র ডাক্তারদের দাবি, ‘‘বৈঠকে আমাদের সঙ্গে থাকবেন স্টেনোগ্রাফার। প্রত্যেকটা জিনিস লেখা হবে। সই হবে। সেটা নিয়েই আমরা ফিরব। প্রথম থেকে যে যুদ্ধ চলছে, তা থেকে পিছিয়ে আসছি ভাববেন না। আমরা প্রতিবাদ করেছি। করব।’’

কালিঘাটে যাওয়ার আগে চিকিৎসকদের সাংবাদিক বৈঠক

১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৭:২০ : কালীঘাটে রওনা হওয়ার আগে সাংবাদিক বৈঠক করলেন জুনিয়র ডাক্তারেরা। তাঁরা বললেন, ‘‘আমরা প্রথম দাবিতে অনড়। বৈঠকের লাইভ স্ট্রিমিং করতে হবে। সেই বাড়ি মাথায় রেখে মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়েছিলাম। সেখানে আমরা দেখিয়েছিলাম, যে আমরা অনড়। আজ আমাদের মেল করা হয়েছে। উত্তর দেওয়া হয়েছে। আমরা বৈঠক চাই। সত্য প্রকাশিত হোক, তা থেকে পিছুপা হয়ে আসতে চাই না।’’

১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৭:২০ : মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের লাইভ স্ট্রিমিংয়ের দাবিতে অনড় জুনিয়র ডাক্তারেরা।

১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৭:১৬ : আন্দোলনকারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে শুরু করলেন প্রতিনিধি দলের সদস্যরা।

১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৭:১২ : বৈঠকের কার্যবিবরণী রেকর্ড করবেন জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিও। শর্ত দিয়েছিলেন আন্দোলনকারীরা। মুখ্যসচিবের ইমেলে প্রতিনিধি রাখার বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। তা নিয়ে ব্যাখ্যা চেয়ে পালটা ইমেল করলেন আন্দোলনকারীরা।

১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৭:০৭ : আবার জিবি বৈঠকে বসলেন জুনিয়র ডাক্তারেরা।

১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৩৯ : জুনিয়র ডাক্তারদের শর্তে রাজি রাজ্য। দুপক্ষ স্বাক্ষরিত বৈঠকের কার্যবিবরণী দিতে রাজি সরকার।

১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৬:১৬ :  কালীঘাটে মুখ্যমন্ত্রী বাসভবনে পৌঁছলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। ঢুকলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৬:১১ : আন্দোলনকারীদের তরফে বলা হয়েছে, টালা থানার ওসি গ্রেফতার হওয়ার ফলে বৈঠকের স্বচ্ছতা আরও গুরুত্বপূর্ণ হয়েছে। এ ক্ষেত্রে আমাদের একমাত্র দাবি, দু’পক্ষই ভিডিয়ো করুক। দ্বিতীয় দাবি, সেটা না হলে সরকার ভিডিয়ো করুক। বৈঠক শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ভিডিয়ো তাঁদের হাতে দেওয়া হোক। সেটাও না হলে দু’পক্ষই বৈঠকের কার্যবিবরণী লিখবে। তাঁরা কার্য বিবরণী লেখার লোক নিয়ে যাচ্ছেন। সকলে সই করার পর সেটা তাঁদের হাতে তুলে দিতে হবে। তাঁরা আরও জানিয়েছেন, পাঁচ দফা দাবি নিয়েই তাঁরা আলোচনা করতে চান। তাঁদের শর্তে রাজি হলে সরকার যেন অবিলম্বে জবাব দেয়। তাঁরা বৈঠকে হাজির হওয়ার জন্য উদগ্রীব।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*