অমৃতা ঘোষ:-
সময় যত পেরোচ্ছে, ততই বাড়ছে প্রতিবাদের ঝাঁঝ। তার মাঝেই রবিবার জানা গেল, আরজি কর কাণ্ডে স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করল দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুড়, বিচারপতি জে বি পারদিওয়ালা, বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চে মঙ্গলবার এই মামলার শুনানি। সূত্রের খবর তেমনটাই।
জানা গিয়েছে, আগামিকাল অর্থাৎ সোমবার শীর্ষ আদালত বন্ধ থাকবে, সেই কারণে একেবারে মঙ্গলবার শুনানির সম্ভাবনা। আরজি করের কর্তব্যরত চিকিৎসকরা ধর্ষণ এবং খুনের ঘটনায় উত্তাল রাজ্য। ঘটনার প্রতিবাদে কর্মবিরতির ডাক দিয়েছেন রাজ্য এবং রাজ্যের বাইরের চিকিৎসকেরা। শনিবার দেশ জুড়ে কর্মবিরতির ডাক দিয়েছিলেন তাঁরা। কলকাতা হাইকোর্টে ইতিমধ্যে এই ঘটনায় একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। গোটা ঘটনায় এখনও পর্যন্ত গ্রেপ্তার এক।
শহর কলকাতা থেকে রাজ্য, রাজ্য ছাড়িয়ে দেশে ছড়িয়ে পড়েছে আরজি করে কর্তব্যরত মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং হত্যার ঘটনা। দিকে দিকে প্রবল বিক্ষোভ, আন্দোলন। ইতিমধ্যে ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। সিবিআই আধিকারিকরা তদন্ত চালাচ্ছেন।
Be the first to comment