অশ্বিন এগিয়ে আছেন জাদেজা, কুলদিপের থেকেঃ ঋদ্ধিমান সাহা

Spread the love

আগামী ১৬ই নভেম্বর ইডেন গার্ডেন্সে ভারত শ্রীলঙ্কার মধ্যে তিন টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হচ্ছে। স্বভাবতই ভারতের ক্রিকেটার রা ইডেনে প্র্যাক্টিস শুরু করে দিয়েছেন। রবিচন্দ্রন অশ্বিন আবার ভারতীয় দলে এলেন । অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের সাথে একদিনের আন্তর্জাতিক ও ট-২০ ম্যাচগুলোতেও ভারতীয় দলের সাথে ছিলেন না।

ভারতীয় টেস্ট দলের উইকেটকিপার-ব্যাটসমান ঋদ্ধিমান সাহাও দলের সাথে প্র্যাক্টিস সেসনে আছেন। তিনি জানান, রবিচন্দ্রন অশ্বিনের বল কিপ করা সবসময়ই চ্যালেঞ্জ। ওর বলে অনেক বেশি বৈচিত্র আছে জাদেজা ও কুলদীপের থেকে। স্বভাবতই ও অন্যান্য বোলারের থেকে এগিয়ে আছেন।  যদিও আই সি সি র‍্যাঙ্কিং এ জাদেজার স্থান অশ্বিনের ওপরে আছে।

আসন্ন ভারত – শ্রীলঙ্কা টেস্ট সিরিজ নিয়ে ঋদ্ধিমান সাহা জানান,  আমরা ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই।  এই টেস্ট ম্যাচটা জেতাই প্রথম লক্ষ্য। তারপর পরের ম্যাচের কথা ভাববো।

ইডেনে সবুজ ঘাসের পিচ দেখে ভারতীয় দল থেকে সেভাবে কোনো প্রতিক্রিয়া আসেনি। প্রথম একাদশে কে কে থাকবেন তাও ঠিক হয়নি। তিন স্পিনার নাকি দুই স্পিনার খেলানো হবে তা ঠিক হবে ম্যাচের দিন সকালে উইকেট দেখে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*