টি-২০তে দ্রুততম শতরান করলেন ঋদ্ধিমান সাহা

Spread the love

২০১৮ আইপিএল শুরু হতে আর মাত্র দু’সপ্তাহ বাকি। আইপিএল এর সকল দল এবং তাদের খেলোয়াড়রা তাদের প্রস্তুতি আরম্ভ করে দিয়েছেন যথারীতি। ঠিক সেইভাবেই ২০১৮ তে সানরাইজ হায়দ্রাবাদের হয়ে এবারের আইপিএলে খেলবেন উইকেটকিপার ব্যাটসম্যান ঋদ্দিমান সাহা। প্রস্তুতির ধরণ হিসাবে তিনি জেসি মুখার্জী ট্রফিতে বি.এন.আরের বিরুদ্ধে ২০ বলে ১০২ রান করে নিজের দল মোহন বাগানকে জেতান। এদিন কালঘাটের মাঠে তিনি দ্রুততম শতরানের রেকর্ড করেন। আজ শতরান করতে তিনি ১৪টা ছক্কা এবং ৪টি চার মারেন। বি.এন.আর এর করা ৭ উইকেটে ১৫১ রানের জবাবে তাঁর দৌলতে মাত্র ৭ ওভারেই ১৫২ রান তুলে নেয় মোহনবাগান এবং ১০ উইকেটে জয়লাভ করে।
এবারের আইপিএল-এর অকশনে সানরাইজ হায়দ্রাবাদ তাঁকে ৫ কোটি টাকা দিয়ে কিনেছে। ঋদ্ধিমান সাহাই হল একমাত্র ব্যাটসম্যান যিনি আইপিএল-এর ফাইনালে সেঞ্চুরি করেছেন। তিনি কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন।
ফাইল ছবি

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*