আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে কলকাতার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলার সময় আঙুলে চোট পেয়েছিলেন। মুবাইয়ে ফাইনালে চেন্নাইয়ের বিরুদ্ধে তিনি খেলতে পারেননি। সেই চোটের কারণেই এবার দেশের মাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে অনিশ্চিত হয়ে পড়লেন উইকেটকিপার ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা। সোমবার বিসিসিআই-এর তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ” চোট সারাতে এবং পরবর্তী পদক্ষেপ ঠিক করতে বিশেষজ্ঞ চিকিত্সকের পরামর্শ নেবেন ঋদ্ধি। পাশাপাশি ভারতীয় বোর্ডের মেডিক্যাল টিম তাঁর চোটের উপরে নজর রাখবে।” ১৪ জুন থেকে বেঙ্গালুরুতে আফগানিস্তানের বিরুদ্ধে শুরু টেস্ট ম্যাচ। এই বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকা সফরেও আঙুলে চোট পেয়েছিলেন ঋদ্ধিমান। পরিবর্তে সুযোগ পেয়েছিলেন পার্থিব প্যাটেল। কিন্তু পার্থিব প্যাটেল ব্যার্থ হন। তাই বেঙ্গালুরুতে যদি ঋদ্ধিমান শেষ পর্যন্ত নামতে না পারেন, তা হলে তাঁর পরিবর্তে পার্থিব বা দীনেশ কার্তিক সুযোগ পেতে পারেন। আইপিএলে দিনেশ কার্তিক ভালো পারফর্ম করেছেন তাই তাঁর সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশী।
Be the first to comment