আমেরিকার শক্তিমন্ত্রকের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব নিলেন ভারতীয় বংশোদ্ভূত রীতা বারনাওয়াল

Spread the love

আমেরিকার শক্তিমন্ত্রকের গুরুত্বপূর্ণ পদে এক ভারতীয় বংশোদ্ভূতকে নিযুক্ত করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অত্যাধুনিক পারমাণবিক চুল্লির কাজ এগিয়ে নিয়ে যেতে নয়া আইনে সই করার পরই এই সিদ্ধান্ত। রীতা বারনাওয়ালকে পারমাণবিক শক্তি বিবাগের সহকারী সচিব করা হয়েছে। রীতা এখন গেটওয়ে ফর অ্যাকসিলারেটেড ইনোভেশন ইন নিউক্লিয়ার ইনিশিয়েটিভের ডিরেক্টর। সিনেটের অনুমোদন পেলে সহকারী সচিব হিসেবে পারমাণবিক শক্তি দফতরের দায়িত্ব থাকবে তাঁর হাতেই। পারমাণবিক গবেষণা ও পরিকাঠামোর দায়িত্বে থাকবেন তিনি। তিনি এমআইটির স্নাতক ও মিশিগান বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*