কেন্দ্র ও সিবিআইয়ের থেকে যোগ্য সম্মান না পেলেও রাজ্য সরকারের থেকে যথাযোগ্য সম্মান পেলেন বাঙালি আইপিএস রীনা মিত্র। তাঁকে রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তার মুখ্য উপদেষ্টা হিসাবে দায়িত্ব দিলো রাজ্য সরকার। এর আগে তিনি স্বরাষ্ট্র মন্ত্রকের বিশেষ সচিবের দায়িত্বে ছিলেন।
অলোক বর্মার অপসারণের পরে নতুন সিবিআই অধিকর্তা কে হবেন তা নিয়ে ছিল বিশেষ জল্পনা। কেন্দ্র সরকার সিবিআই অধিকর্তা পদে যে সকল ব্যক্তির নাম রেখেছিলেন সেই দৌড়ে নাম উঠে এসেছিল বাঙালি আইপিএস অফিসার রীনা মিত্রের। কিন্তু পরবর্তীকালে তাঁর নাম বাদ গিয়ে সেই পদে নিযুক্ত হন ঋষিকুমার শুক্লা, স্বাভাবিকভাবেই রীনা মিত্র কিছুটা অখুশি ছিলেন।
তবে কেন্দ্র ও সিবিআইয়ের থেকে যোগ্য সম্মান না পেলেও রাজ্যের এত বড় দায়িত্বে স্বাভাবিকভাবেই তিনি যথাযোগ্য সম্মান পেয়েছেন।
Be the first to comment