প্রথমে ইরফান খান, পরের দিনই ঋষি কাপুর। অভিনয় জগতের দুই নক্ষত্রের পর পর খসে যাওয়ার ধাক্কা সামলে উঠতে পারছে না গোটা দেশ। শোকাচ্ছন্ন রাজনীতির আঙ্গনও। বৃহস্পতিবার ঋষি কাপুরের মৃত্যুতে ট্যুইট করে শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী-সহ অনেকেই।
ঋষি কাপুরের মৃত্যুর পর ট্যুইট করে শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঋষিকে প্রতিভার পাওয়ারহাউস বলে উল্লেখ করেন তিনি।
শোকপ্রকাশ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ট্যুইট বার্তায় শোক প্রকাশ করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভারতীয় সিনেমার পক্ষে এক দুঃসহ সপ্তাহ যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি। অসাধারণ অভিনেতা ঋষির প্রয়াণে ভারতীয় বিনোদন জগতের বড় ক্ষতি বলে মন্তব্য করেন রাহুল।
ঋষির মৃত্যুতে শোক প্রকাশ করে কংগ্রেস সাংসদ শশী থারুরও। তাঁর স্কুলে উঁচু ক্লাসে পড়তেন ঋষি। ট্যুইটে সেই কথা উল্লেখ করেন শশী।
ঋষি কাপুরের মৃত্যুতে ট্যুইট বার্তায় শোক প্রকাশ করেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। অসাধারণ অভিনেতা হওয়ার পাশাপাশি ঋষি কাপুর একজন অসামান্য মনের মানুষ ছিলেন বলে মন্তব্য করেন তিনি।
Be the first to comment