মারা গেলেন বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর। বৃহস্পতিবার সকালে মৃত্যু হল তাঁর। সংবাদমাধ্যমকে বিবৃতি দিয়ে একথা জানিয়েছে তাঁর পরিবার। জানানো হয়েছে দুই বছর লিউকোমিয়ার সঙ্গে যুদ্ধ করার পর সকাল ৮ টা ৪৫-এ মৃত্যু হয়েছে তাঁর।
পরিবারের তরফে জানানো হয়, “আমাদের প্রিয় ঋষি কাপুর লিউকেমিয়ার সাথে দুই বছরের লড়াইয়ের পরে আজ সকাল ৮ টা ৪৫ মিনিটে হাসপাতালে প্রয়াত হয়েছেন। চিকিত্সকরা এবং চিকিত্সাকর্মীরা জানিয়েছেন, তিনি তাদের শেষ পর্যন্ত মজায় মাতিয়ে রেখেছিলেন।”
“দুই বছর ধরে দুই মহাদেশে চিকিৎসার পর তিনি বেঁচে থাকার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ ছিল। পরিবার, বন্ধুবান্ধব, খাবার দাবার ও সিনেমার প্রতি এই সময় নজর দিয়েছিলেন তিনি। যেভাবে তিনি নিজের শরীরের অসুস্থতা বাড়তে দেননি, তা দেখে যারা এই অসুস্থতার সময়ে তাঁকে দেখতে আসত তাঁরা অবাক হয়ে যেতেন।
“বিশ্বজুড়ে তাঁর অনুরাগীদের ভালোবাসার জন্য তিনি কৃতজ্ঞ ছিলেন। তাঁর মৃত্যুর পর তাঁর সকল অনুরাগীদের বুঝতে হবে তিনি হাসি দিয়েই স্মরণে থাকতে চাইতেন, কান্না দিয়ে না।”
বিবৃতিতে আরও বলা হয়েছে, “ব্যক্তিগত এই ক্ষতির সময়েও আমরা মনে করিয়ে দিচ্ছি বিশ্ব এই মুহূর্তে খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এখন সাধারণের জমায়েতের ওপরে কিছু বিধিনিষেধ রয়েছে। আমরা তাঁর অনুরাগী ও বন্ধুদের বলছি আপনারা আইনের যথাযোগ্য মর্যাদা রাখবেন। আমাদের এ ছাড়া কোনও রাস্তা নেই। “
স্ত্রী নীতু কাপুর, ছেলে রণবীর কাপুর ও মেয়ে ঋদ্ধিমা কাপুরের সঙ্গে থাকতেন ঋষি কাপুর। দিন কয়েক আগে দিল্লিতে দূষণের জন্য ফুসফুসে সংক্রমণ হওয়ায়, মুম্বইয়ের এই হাসপাতালে এনেই ভর্তি করা হয়েছিল ঋষি কাপুরকে ৷ সেসময় দিল্লিতে শ্যুটিং করছিলেন ঋষি। তারপরে গতকাল তাঁকে ফের হাসপাতালে ভরতি করা হয় অসুস্থতার কারনে। ছিলেন স্ত্রী নিতু কাপুর ও ছেলে রনবীর কাপুর। কিন্তু যে এই পরিণতি হবে অনেকেই ভাবতে পারেন নি।
Be the first to comment