সুশান্ত মামলায় CBI তদন্তের দাবি জানিয়ে সোচ্চার হয়েছিল দেশ । অবশেষে তাঁরা সফল হয়েছেন । কেসের তদন্তভার তুলে নিয়েছে CBI । আর গতকাল অর্থাৎ ২৮ অগাস্ট তারা মামলার মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তীকে ১০ ঘণ্টা ধরে জেরা করল ।
শোনা যাচ্ছে যে, CBI-এর সুপারিন্টেন্ডেন্ট পদের কোনও অফিসার জেরা করেছেন রিয়াকে । সান্তাক্রুজ়ের DRDO গেস্ট হাউজ়ে দশ ঘণ্টা ধরে চলেছে জিজ্ঞাসাবাদ ।
তবে তাতেও রেহাই মিলবে না রিয়ার । আবারও তাঁকে তলব করবে এই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা । সম্ভবত সেটা আজকেই ।
রিয়ার আগে সুশান্তের ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানি এবং ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকে জেরা করে CBI । সকাল ১০ টা ৪০ নাগাদ অভিনেত্রী পৌঁছনোর কিছু সময় আগেই DRDO গেস্ট হাউজ়ে ঢোকেন তাঁরা ।
১৪ জুন সুশান্তের মৃত্যুর পর যেন পুরো দেশ তোলপাড় করছে । প্রভাবিত হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রিও । লাগাতারভাবে সোশাল মিডিয়ায় সেলেব্রিটিদের উপর চলছে হেনস্থা, বয়কটের ডাক দেওয়া হচ্ছে । কবে এর শেষ হবে ? সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় দেশ ।
Be the first to comment