স্পেশাল অলিম্পিক খেলতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন বাংলাদেশ ইউনিফাইড দলের ফুটবলার ২২ বছরের রেজওয়ানুল হক। তিনি কোথায় কোনও খোঁজ মিলছিল না। ১৭ জুলাই যুক্তরাষ্ট্রের শিকাগোতে শুরু হয়েছিল স্পেশাল অলিম্পিক ইউনিফাইড ফুটবল। সেখানে গিয়েই ১৯ জুলাই থেকে নিখোঁজ হয়েছিলেন বাংলাদেশ দলের এই প্রতিবন্ধী ফুটবলার। তিনি হারিয়ে গিয়েছেন নাকি পালিয়ে গিয়েছেন, এ নিয়ে জোর জল্পনা চলছিল। বুদ্ধিপ্রতিবন্ধী এই ফুটবলার এরপর দলের সঙ্গে কোনও যোগাযোগ রাখেননি। তিনি ইংরেজিতে কথাও বলতে পারেন না। হোটেলের সিসি ক্যামেরায় তাকে সর্বশেষ দেখা গিয়েছিল খেলা শুরুর আগের দিন গত বৃহস্পতিবার বিকালে।
শুক্রবার তার ব্যাপারে ‘হাই রিস্ক মিসিং পারসন অ্যালার্ট’ ইস্যু করে মার্কিন পুলিশ। এরপর রেজওয়ানুলকে না পাওয়ায় তাঁকে ছাড়াই মঙ্গলবার দেশে ফিরে আসে বাংলাদেশ ইউনিফাইড দল। জানা গিয়েছে, ২৪ জুলাই বিকালে শিকাগো এলাকাতেই তাঁকে পাওয়া যায়। রেজওয়ানুল এখন শিকাগো পুলিশের কাছে আছেন। তিনি দ্রুত দেশে ফিরে আসবেন। তাঁকে বাংলাদেশ দূতাবাসের কাছে হস্তান্তর করা হবে শিগগিরই।
Be the first to comment