
রোজদিন ডেস্ক, কলকাতা:- ফের দুর্ঘটনার কবলে পর্যটকদের বাস। সোমবার ভোরে পুরী থেকে ফেরার পথে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি থানার কলাবনির কাছে ১৬ নম্বর জাতীয় সড়কে ওই দুর্ঘটনা ঘটে। একটি পিকআপ ভ্যানের পিছনে ধাক্কা মারে পর্যটকদের বাসটি। ঘটনায় আহত হন বাসের চালক, খালাসি-সহ বেশ কয়েকজন। জাতীয় সড়কে দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণ যানজট সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছয় জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও কেশিয়াড়ি থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে উদ্ধার করা হয়েছে।
পুরী গিয়েছিল। সোমবার ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। বাসযাত্রী রুবি ভান্ডারি, অরিজিৎ ভান্ডারিরা বলেন, ‘পুলিশ হঠাৎই পিকআপ ভ্যানটিকে টর্চ মেরে দাঁড় করিয়ে দেয়। তারপরই আমাদের চালক গিয়ে ওই পিকআপ ভ্যানে ধাক্কা মারে। চালকের কোনও দোষ নেই। উনি গোটা রাস্তাই ভালো ভাবে চালিয়ে নিয়ে আসছিলেন।’
যদিও, পুলিশ জানিয়েছে, দৃশ্যমানতা কম ছিল। চালক ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে পুলিশের অনুমান। উল্লেখ্য, গত ৫ মার্চ ভোরেও পশ্চিম বর্ধমানের একটি টুরিস্ট বাস পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় এলাকায় দুর্ঘটনার কবলে পড়েছিল।
Be the first to comment