বিরাট কোহলির অনুপস্থিতিতে নেতৃত্ব দেওয়া রোহিত শর্মা সদ্য শেষ হয়ে যাওয়া শ্রীলঙ্কার সাথে একদিনের সিরিজের মোহালি ম্যাচে দুর্দান্ত ডাবল সেঞ্চুরি ২০৮* করেছেন। সিরিজ ২-১ জয়লাভও করেছেন। সদ্য প্রকাশিত আইসিসি র্যাঙ্কিং-এ রোহিত দু’ধাপ এগিয়ে ৫ নম্বরে স্থান পেয়েছেন। কেরিয়ারের প্রথমবার তিনি ৮০০ পয়েন্ট পেরিয়ে তিনি ৫নং র্যাঙ্ক অর্জন করেন। তার পয়েন্ট ৮১৬। রোহিত শর্মার ওপেনিং পার্টনার শিখর ধাওয়ান ম্যান অব দ্য সিরিজ হয়েছেন ভারত-শ্রীলঙ্কার একদিনের সিরিজে। তিনি সিরিজের শেষ ম্যাচে বিশাখাপত্তনমে ১০০* রান করেছেন। আইসিসি র্যাঙ্কিং-এ তিনিও একধাপ এগিয়ে এসে ১৪তে স্থান পেয়েছেন। যদিও আইসিসি র্যাঙ্কিং-এ শীর্ষে আছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি, যার পয়েন্ট ৮৭৬। দু নম্বরে ৮৭২ পয়েন্ট নিয়ে আছেন দক্ষিন আফ্রিকার এবি ডেভিলিয়ার্স।
বোলারদের মধ্যে ভারতের লেগ স্পিনার য়ুজবেন্দ্র চাহাল ৫ ধাপ এগিয়ে এসে আইসিসি র্যাঙ্কিং-এ ২৩ নম্বরে স্থান পেয়েছে। যেখানে চ্যায়নাম্যান বোলার কুলদিপ যাদব ১৬ধাপ এগিয়ে এসে কেরিয়ার বেস্ট ৫৬ নম্বরে স্থান পেয়েছেন। অলরাউন্ডারের তালিকায় ভারতের হার্দিক পান্ডিয়া ৪৫ নম্বরে স্থান পেয়েছেন।
এদিকে দলগত ভাবে আইসিসি র্যাঙ্কিং-এ ভারত দক্ষিন আফ্রিকার পরেই দ্বিতীয় স্থানে রয়ে আছে। যদি শ্রীলঙ্কাকে ৩-০ ফলে হারাতো তাহলে শীর্ষে পৌঁছতে পারতো। কিন্তু ২-১ সিরিজ জিতে ভারত দ্বিতীয় স্থানেই রয়ে গেলো।
Be the first to comment