৩০০ ছয়ের ক্লাবে রোহিত শর্মা

Spread the love

শুক্রবার ইন্দোরে এক রেকর্ড গড়লেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। এদিন পঞ্জাবকে হারিয়ে আইপিএলের প্লে-অফে যাওয়ার সম্ভবনা জিইয়ে রাখার পাশাপাশি প্রথম ভারতীয় হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে ৩০০টি ছয়ের মাইলস্টোন স্পর্শ করলেন রোহিত। তিনিই প্রথম ভারতীয় হিসেবে ৩০০ ছয় ক্লাবের সদস্য হলেন। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ৭৮টি, আইপিএলে ১৮৩টি, আর বাকি ৪০টি ছক্কা টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স লিগ এবং ঘরোয়া ক্রিকেটে মেরেছেন রোহিত।
তবে টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি ওভার বাউন্ডারি মারার রেকর্ড গেল-এর। গেল এখনও পর্যন্ত ৮৪৪টি ছক্কা হাঁকিয়েছেন। তালিকার দ্বিতীয় স্থানে আছেন এক ক্যারিবিয়ান কায়রন পোলার্ড। আইপিএলেও সর্বোচ্চ ২৯০টি ছক্কা মেরেছেন ক্রিস গেইল। তারপরেই ১৮৩টি ছয় নিয়ে রয়েছেন রোহিত শর্মা। মহেন্দ্র সিং ধোনি এবং সুরেশ রায়না আইপিএলে ১৮০টি করে ছয় মেরেছেন।

ফাইল ছবি

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*