রেললাইনের উপর পাওয়া গিয়েছিল যুবকের রক্তাক্ত দেহ। কীভাবে মৃত্যু হয়েছে তা নিয়ে ধন্ধে ছিল পুলিশ। ঠিক সেই সময়েই দেহের কাছেই পাওয়া গেল তাঁর ফোন। আর তাতেই সব পরিষ্কার হয়ে গেল।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার মহারাষ্ট্রের কল্যাণ রেল স্টেশনের কাছে পাওয়া যায় এক যুবকের রক্তাক্ত দেহ। খবর পেয়ে পুলিশ গিয়ে দেখে তাঁর মুণ্ডু রেললাইনের একদিকে ও বাকি দেহ রেললাইনের অন্যদিকে পড়ে আছে। যুবকের পকেটে থাকা মানিব্যাগে পরিচয়পত্র থেকে তাঁর পরিচয় পায় পুলিশ। জানা যায় ২০ বছরের ওই যুবকের নাম রোহিত পরদেশি। মহারাষ্ট্রের থানের বাসিন্দা রোহিত।
কিন্তু কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, নিছকই আত্মহত্যা, না অন্য কিছু, নিশ্চিত হতে পারছিল না পুলিশ। পুলিশ জানিয়েছে, ঠিক সেই সময়ই কিছুটা দূরে রেললাইনের উপর পাওয়া যায় একটা মোবাইল ফোন। ফোন অন করতেই পুলিশ বুঝতে পারে সেটি রোহিতের। ফোনের মধ্যে একটি ভিডিও বার্তা পায় পুলিশ। সেই ভিডিও বার্তাতেই নিজের মৃত্যুর কথা বলে গেছেন রোহিত।
পুলিশ সূত্রে খবর, সেই বার্তায় রোহিত জানিয়েছেন, তাঁর বাড়িতে ছোট ভাই ছাড়া আর কেউ নেই। এই একাকীত্ব সহ্য করতে পারছেন না বলেই আত্মহত্যা করছেন তিনি। তাঁর আত্মহত্যার জন্য কেউ দায়ী নয় বলেই জানান রোহিত। এমনকী তাঁর মৃত্যুর পর সমস্ত সম্পত্তি তাঁর ভাইকে দেওয়ারও আর্জি জানিয়েছে রোহিত।
রোহিতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আত্মহত্যার আগে রেকর্ড করা রোহিতের বার্তা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতেও।
Be the first to comment