করোনা আক্রান্ত হয়ে প্রয়াত বিশিষ্ট সাংবাদিক রোহিত সারদানা, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

Spread the love

করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন বিশিষ্ট সাংবাদিক রোহিত সরদানা। তাঁর প্রয়ানে সংবাদমাধ্যম জগতে নেমে এসেছে শোকের ছায়া। অনেক সাংবাদিকই রোহিত সারদানার প্রয়ানের খবর জানিয়ে ট্যুইট করেছেন।

শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। একটি ট্যুইটবার্তায় তিনি লেখেন, রোহিতের মত সাংবাদিকের চলে যাওয়ায় এক অপূরণীয় শূন্যতা নেমে এসেছে ভারতীয় সংবাদ জগতে। তিনি রোহিতের পরিবার ও সহকর্মীদের সমবেদনা জানিয়ে লিখেছেন, প্রাণ শক্তিতে ভরপুর, আবেগ সর্বস্ব এক সাংবাদিক ছিলেন রোহিত সাদানা। সময়ের অনেক আগেই চলে গেলেন এই অসাধারণ প্রতিভাধর সাংবাদিক।

সাংবাদিকরা তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন। রোহিত সারদানার মৃত্যু নিয়ে বিশিষ্ট সাংবাদিক রাজদীপ সরদেশাইয়ের ট্যুইট, খুবই ভয়ঙ্কর খবর। বিশিষ্ট টেলিভিশন সঞ্চালক রোহিত সারদানা প্রয়াত হয়েছেন। আজ তিনি হৃদরোগে আক্রান্ত হন। তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা।  

বিশিষ্ট সাংবাদিক চিত্রা ত্রিপাঠী ট্যুইটে লিখেছেন, হাসি-খুশি পরিবার, দুটি ছোট মেয়ে। ওদের জন্য এই লড়াইয়ে হেরে যাওয়া ঠিক হল না রোহিত সারদানাজী। আজ সকালে নয়ডার বেসরকারি হাসপাতালে আইসিইউ-তে আপনাকে নিয়ে যাওয়া হয়েছিল আর তার পরেই এল দুঃসংবাদ। কিছু বলার নেই।

বিশিষ্ট সাংবাদিক সুধীর চৌধুরী লিখেছেন, কিছুক্ষণ আগেই আমার এক সহকর্মীর ফোন এল। যা শুনলান, তাতে হাত কাঁপতে শুরু করল। আমাদের বন্ধু ও সহযোগী রোহিত সারাদানার মৃত্যুর খবর শুনলাম। এই ভাইরাস এত ঘনিষ্ঠ কারুর প্রাণ কেড়ে নেবে তা কল্পনাও করতে পারিনি।  ঈশ্বর সুবিচার করলেন না। উল্লেখ্য, রোহিত সরদানা বিভিন্ন মিডিয়া হাউসে কাজ করেছেন। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*