শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে অধিনায়ক রোহিত শর্মা

Indian cricketer Rohit Sharma raises his bat and helmet in celebration after scoring a century (100 runs) during the fourth one day international (ODI) cricket match between Sri Lanka and India at R. Premadasa Stadium in Colombo on August 31, 2017. / AFP PHOTO / LAKRUWAN WANNIARACHCHI (Photo credit should read LAKRUWAN WANNIARACHCHI/AFP/Getty Images)
Spread the love

আগামী ১০ ডিসেম্বর থেকে ধর্মশালায় একদিনের সিরিজ শুরু হবে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে। সিরিজের ৩টি ম্যাচে ভারতীয় দলের নেতৃত্ব সামলাবেন রোহিত শর্মা। একদিনের সিরিজে বিরাত কোহলিকে বিশ্রাম দেওয়া হচ্ছে। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের কথা মাথায় রেখে অধিনায়ক বিরাট কোহলিকে বিশ্রাম দিল ভারতীয় ক্রিকেট বোর্ড।
আগামী ২ ডিসেম্বর থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের তৃতীয় তথা শেষ টেস্টে খেলবেন কোহলি। সম্প্রতি, বিরাট কোহলি দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে প্রস্তুতির প্রয়োজনীয় সময় ও পরিবেশ পাননি বলে অভিযোগ করেন। অত্যাধিক খেলার ধকল প্রভাব ফেলতে পারে দক্ষিণ আফ্রিকায় বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। তারপরই কোহলিকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিল বোর্ড।
সোমবার শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টেস্ট ও একদিনের সিরিজের জন্য দল ঘোষণা করে বিসিসিআই। একদিনের দলে নতুন মুখ শ্রেয়স আয়ার ও সিদ্ধার্থ কৌল। তৃতীয় টেস্টের জন্য ভারতীয় দল একই রেখে দিল বোর্ড।
একদিনের সিরিজের জন্য ভারতীয় দল—রোহিত শর্মা (অধিনায়ক), মহেন্দ্র সিংহ ধোনি, অজিঙ্ক রাহানে, শিখর ধবন, শ্রেয়স আয়ার, মণীশ পাণ্ডে, কেদার যাদব, দীনেশ কার্তিক, হার্দিক পাণ্ড্য, অক্ষর পটেল, কুলদীপ যাদব, ভূবনেশ্বর কুমার, যযুবেন্দ্র চহাল, জশপ্রীত বুমরাহ এবং সিদ্ধার্থ কৌল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*