ভারত-শ্রীলঙ্কা টি-২০ সিরিজেও রোহিত শর্মা অধিনায়ক

Spread the love

টেস্ট সিরিজের পরেই বিশ্রাম দেওয়া হয়েছে অধিনায়ক কোহলিকে। শ্রীলঙ্কার সাথে একদিনের সিরিজের জন্য রোহিত শর্মাকে অধিনায়ক করা হয়েছিলো। শ্রীলঙ্কার বিরুদ্ধে আগামী ২০ ডিসেম্বর থেকে তিন ম্যাচের টি২০ সিরিজ খেলবে ভারত। গতকাল দিল্লীতে নির্বাচকরা টি-২০ সিরিজের জন্যও রোহিত শর্মাকেই অধিনায়ক রেখে দিলো।এই সিরিজের জন্যও এদিন ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে।

কিছু তরুন ক্রিকেটারকে আসন্ন শ্রীলঙ্কার সাথে টি-২০ সিরিজে সুযোগ দেওয়া হয়েছে। যেমন, ওয়াশিংটন সুন্দর, দীপক হুডা, বাসিল থাম্পি এবং জয়দেব উনাদকোট। ঘরোয়া ক্রিকেটে ভাল পারফর্ম করার জন্য এদের সুযোগ দেওয়া হয়েছে।

ভারত শ্রীলঙ্কার সাথে টি-২০ সিরিজ গুলো খেলবে যথাক্রমে কটক, ইন্দোর এবং মুম্বাই-এ

শ্রীলঙ্কারবিরুদ্ধেটি২০সিরিজেভারতীয়দল– রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, শ্রেয়স আয়ার, মণীশ পান্ডে, দীনেশ কার্তিক, এমএস ধোনি, হার্দিক, ওয়াশিংটন সুন্দর, বুমরাহ,যজুবেন্দ্র চাহল, কুলদীপ যাদব, দীপক হুডা, মহম্মদ সিরাজ,বাসিল থাম্পি,জয়দেব উদানকোট।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*