বিশ্বকাপে ৫টি শতরানের অনন্য নজির গড়লেন রোহিত শর্মা। শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে শতরান করে তিনি ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের পঞ্চম শতরানটি করলেন। পাশাপাশি প্রথম ব্যাটসম্যান হিসেবে একটি বিশ্বকাপে ৫টি সেঞ্চুরির মালিক হলেন তিনি। এছাড়াও এদিনের ম্যাচে বিশ্বকাপের অন্য একটি রেকর্ডও নিজের নামে করেন হিটম্যান। আগের দিন এক ভারতীয়ের রেকর্ড ভেঙেছিলেন শাকিব আল হাসান। ঠিক পরের দিনই শাকিবের কাছ থেকে সেই রেকর্ড পুনরুদ্ধার করলেন আর এক ভারতীয়। বিশ্বকাপের লিগ পর্বে সব থেকে বেশি রান করার রেকর্ড ছিল কিংবদন্তি সচিন তেন্ডুলকরের নামে। ২০০৩ বিশ্বকাপের গ্রুপ লিগে ৫৮৬ রান করেছিলেন সচিন।
উল্লেখ্য, পাকিস্তানের বিরুদ্ধে চলতি বিশ্বকাপে নিজেদের শেষ লিগ ম্যাচে বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান টপকে যান সচিনকে। এবারের বিশ্বকাপে সাকিবের ব্যক্তিগত সংগ্রহ ৬০৬ রান । তবে আজকের ম্যাচে সেঞ্চুরি করে তাঁকে টপকে গেলেন রোহিত।
Be the first to comment