ভারতীয় দলের তারকা ক্রিকেটার রোহিত শর্মা দেশের ক্রীড়াবিভাগের সর্বোচ্চ সম্মান রাজীব গান্ধি খেলরত্নে ভূষিত হচ্ছেন ৷ এর আগে মাত্র ৩ জন ক্রিকেটার এই সম্মান পেয়েছেন ৷ সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলির পর চতুর্থ ক্রিকেটার হিসেবে তিনি এই সম্মান পেলেন ৷
রোহিত ছাড়াও এবারের রাজীব গান্ধি খেলরত্ন পাচ্ছেন তাঁরা হলেন ভিনেশ ফোগট, টেবিল টেনিস তারকা মনিকা বাত্রা, প্যারা অলিম্পিয়ান মরিয়প্পন থাঙ্গাভেলু ৷
ক্রীড়ামন্ত্রকের ১২ জন সদস্যের দল এই চার জন খেলরত্ন পাচ্ছেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নিয়ে দ্বিতীয়বার এমন হল যখন এতজন একসঙ্গে খেলরত্ন পাচ্ছেন ৷
শাটলার পিভি সিন্ধু, জিমন্যাস্ট দীপা কর্মকার,শ্যুটার জিতু রাই, কুস্তিগির সাক্ষী মালিক ২০১৬ সালে রাজীব গান্ধি খেলরত্ন সম্মান ভূষিত হয়েছিলেন ৷ ৩৩ বছরের রোহিত চতুর্থ ক্রিকেটার হিসেবে এই দারুণ সম্মান পাচ্ছেন ৷ প্রথম এই সম্মান ক্রিকেটার হিসেবে পেয়েছিলেন সচিন তেন্ডুলকর ৷ এছাড়াও সদ্য অবসরপ্রাপ্ত মহেন্দ্র সিং ধোনি পেয়েছিলেন খেলরত্ন৷ এছাড়া এই সম্মান পেয়েছেন বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ৷
Be the first to comment