রোহিত-বিরাটের ব্যাটে দুরমুশ অস্ট্রেলিয়া

Spread the love

শ্রীলঙ্কা পর অস্ট্রেলিয়া। ঘরের মাঠে ফের একদিনের সিরিজ় জয় কোহলিদের। প্রথম ম্যাচে মুম্বইয়ে ১০ উইকেটে হার ৷ সেখান থেকেই পরপর দুটি ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজ ঘরে তুলল বিরাটের ভারত৷ বেঙ্গালুরুতে অজিদের ৭ উইকেটে হারাল মেন ইন ব্লুরা৷

রবিবার বেঙ্গালুরুতে টস জেতেন অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারোন ফিঞ্চ ৷ প্রথম দুই ম্যাচে রান তাড়া করার নীতি নিলেও চিন্নাস্বামীতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন তিনি ৷ বল হাতে শুরুতেই অজ়ি ইনিংসে আঘাত হানেন মহম্মদ শামি ৷ ওয়ার্নারের উইকেট তুলে নেন তিনি ৷ এরপর রান আউট হয়ে ফেরেন অধিনায়ক ফিঞ্চ ৷ যদিও লাবুশেনকে সঙ্গী করে ইনিংসের হাল ধরেন স্মিথ ৷ লাবুশেন ৫৪ রানে আউট হলেও শতরান করেন স্মিথ ৷ শামির বলে শ্রেয়সকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি ৷ অ্যালেক্স ক্যারি করেন ৩৫ রান ৷ শেষ দিকে দুরন্ত বোলিং করেন ভারতীয় বোলাররা ৷ মহম্মদ শামি নেন ৪টি উইকেট ৷ ২টি উইকেট নেন জাদেজা ৷

জবাবে ব্যাট করতে নেমে শিখরকে পায়নি ভারত ৷ ফিল্ডিং করার সময় কাঁধে চোট পান ভারতীয় ওপেনার ৷ ফলে রোহিতের সঙ্গী হন লোকেশ রাহুল ৷ তবে বেশিক্ষণ স্থায়ী হননি রাহুল ৷ ১৯ রানে ফেরেন তিনি ৷ এরপর বিরাটকে সঙ্গী করে রান তাড়া করতে থাকে ভারত ৷ শতরান পূর্ণ করেন রোহিত ৷ অল্পের জন্য শতরান হাতছাড়া করেন বিরাট ৷ ৮৯ রানে হেজ়েলউডের বলে আউট হন তিনি ৷ যদিও তখন জয়ের মঞ্চ তৈরি হয়ে গেছে ৷ এরপর শ্রেয়সের ৪৪ রানের ইনিংসে ভর করে সহজেই জয় তুলে নেয় ভারত ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*