শুক্রবার বিশ্বকাপের প্রস্তুতি পর্বের ম্যাচে সুইজারল্যান্ডের জুরিখে মিশরের কাছে প্রায় হারতে বসেছিল পর্তুগাল। লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ-এর গোলে মিশর ৯০ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে ছিল। কিন্তু এক্সট্রা রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর জোড়া গোলে মিশরীয়দের জয়ের আনন্দ মাটি হয়ে যায়। ২-১ গোলে ম্যাচ জিতে মাঠ ছাড়ে পর্তুগাল।
প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ম্যাচের প্রথম গোলটি আসে মিশরীয় তারকা সালাহ’র পা থেকে। ম্যাচের ৫৬তম মিনিটে দারুণ এক গোল করে ১-০তে এগিয়ে দেন মিশরকে। পরে গোলের জন্য পর্তুগিজদের অপেক্ষা করতে হয় ম্যাচের এক্সট্রা টাইম পর্যন্ত। এক্সট্রা টাইমের দ্বিতীয় মিনিটে চমৎকার হেডে গোল করে পর্তুগালকে সমতায় ফেরান ক্রিস্টিয়ানো রোনাল্ডো। আর শেষ বাঁশি বাজার কয়েক সেকেন্ড আগে আবারও হেডে গোল করে পর্তুগিজদের জয় নিশ্চিত করেন পাঁচ বারের ফিফা বর্ষসেরা ফুটবলার। দেশের জার্সি গায়ে এটা তার ৮১তম গোল। আর এ নিয়ে শেষ ৪০ ম্যাচে ৪৩ গোল করলেন তিনি। আগামীকাল নেদারল্যান্ডসের বিরুদ্ধে পরবর্তী ম্যাচ খেলবে পর্তুগাল।
ফাইল ছবি
Be the first to comment