রোজভ্যালি কাণ্ডে নতুন করে দায়ের হল আরও একটি মামলা। রোজভ্যালির বিরুদ্ধে সিবিআই ১ নম্বর কোর্টে এই মামলা দায়ের করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
ইডি সূত্রে খবর, রোজভ্যালির মোট ৩টি সংস্থার বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে। রোজভ্যালি হোটেল, রোজভ্যালি এন্টারটেনমেন্ট এবং রোজভ্যালি রিয়েল এস্টেট- এই তিনের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মোট ১৭ হাজার ৫২০ কোটি টাকা তছরুপ করা হয়েছে বলে অভিযোগ।
তদন্তের স্বার্থে রোজভ্যালির এই তিন সংস্থার কর্তাকেই জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। তার জন্য এই তিন সংস্থার বেশ কয়েকজন কর্তাকে সমন পাঠাতে চায় তারা। এই মর্মেই আদালতে আবেদন জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।
লোকসভা ভোট যত এগিয়ে আসছে, ততই সারদা-নারদা ও রোজভ্যালি তদন্তের গতি বাড়িয়েছে সিবিআই ও ইডি। শুক্রবারই নারদা মামলায় হাইকোর্টে রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। আগামী ৩ মাসের মধ্যে তদন্ত প্রক্রিয়া শেষ হয়ে যাবে বলে আদালতকে জানিয়েছে সিবিআই। পাশাপাশি, রোজভ্যালি তদন্তেও ফের নতুন করে গতি আনল ইডি।
Be the first to comment