রোজভ্যালিকান্ডে ফের কলকাতায় ইডির হানা

Spread the love

রোজভ্যালিকান্ডে ফের শহরে ইডির হানা৷ রোজভ্যালির প্রাক্তন আধিকারিকের বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বৃহস্পতিবার সকালে ইডির আধিকারিকরা ৫টি দলে বিভক্ত হয়ে তল্লাশি অভিযানে নামে৷ তল্লাশি চলে রোজভ্যালি কর্তা গৌতম কুন্ডুর স্ত্রী শুভ্রা কুন্ডুর বাড়িতেও ৷ যদিও তল্লাশির সময় তিনি বাড়িতে ছিলেন না ৷

এর আগে রোজভ্যালি কর্তা গৌতম কুন্ডুর স্ত্রী শুভ্রা কুন্ডুকে এনফোর্সমেন্ট ডিরেক্টর (ইডি) তলব করেছিল ৷ একাধিকবার তার বাড়িতে নোটিস দেওয়া হলেও তিনি ইডি দফতরে হাজির হননি। তারপরই আজ বৃহস্পতিবার শুভ্রা কুন্ডুর বাড়িতে পৌঁছে যায় ইডির আধিকারিকরা ৷ যদিও বহুদিন আগে রোজভ্যালি কাণ্ডে প্রধান অভিযুক্ত গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডুকে জিঞ্জাসাবাদ করেছিল ইডি ৷ সেবার তিনি সন্ধেবেলা সল্টলেকের ইডি দফতরে বোরখা পড়ে হাজিরা দেন ৷ তাঁকে টানা তিন ঘণ্টারও বেশি সময় ধরে জেরা করেছিল তদন্তকারী অফিসারেরা ৷

ইডি সূত্রে খবর, শুভ্রা কুন্ডুদের অলংকার বিপণির টাকার হিসেবে গড়মিল ধরা পড়েছে। সেখানে ১১০ কোটি টাকার হিসেব মিলছে না। ওই বিপুল পরিমাণ টাকার কি হলো, তা জানতে চায় ইডি ৷ এছাড়া তার নামে একাধিক প্যান কার্ড রয়েছে ৷ প্রসঙ্গত, বেআইনি অর্থলগ্নি সংস্থা ‘রোজভ্যালি’র নামে বাজার থেকে হাজার হাজার কোটি টাকা তোলার দায়ে হাজতবাস করছেন গৌতম কুণ্ডু ৷ অভিযোগ, বাজার থেকে তোলা অর্থ তিনি জুয়েলারি সংস্থায় বিনিয়োগ করেছেন ৷

ইতিমধ্যেই রোজভ্যালি কাণ্ডে চার্জশিট জমা দিয়েছে ইডি ৷ ১৭ হাজার ৫২০ কোটি টাকা প্রতারণা মামলার চার্জশিট জমা পড়েছে বিশেষ সিবিআই আদালতে ৷ চার্জশিটে নাম রয়েছে গৌতম কুণ্ডু-র৷ এছাড়া রয়েছে রোজ ভ্যালি হোটেল এন্টারটেনমেন্টের নামও ৷ যাদের বিরুদ্ধে টাকা নয়ছয়ের অভিযোগও রয়েছে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*