খাদে পড়ে ‘অস্বাভাবিক’ মৃত্যু জিএনএলএফ নেতা রোশন লামার

Spread the love

কালিম্পঙে জিএনএলএফ নেতা এবং প্রাক্তন কাউন্সিলর রোশন লামার অস্বাভাবিক মৃত্যু! সপরিবারে পেডংয়ে ফেরার সময় রামধুরার কাছে রোশন লামার গাড়ির সঙ্গে একটি বাইকের সংঘর্ষ হয়। তাতে বাইক আরোহীর সঙ্গে জিএনএলএফ নেতার বচসা শুরু হয়ে যায়, হাতাহাতিও হয় বলে অভিযোগ। সেই সময় ধাক্কা মেরে রোশন লামাকে খাদে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে।সেখান থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

পঞ্চায়েত ভোটের দামামা বেজে গেছে।সব রাজনীতি দলই নিজেদের দলীয় কর্মসূচি শুরু করেছে। তবে নির্বাচনের আগে হাতাহাতির জেরে জিএনএফ নেতাকে আচমকা খাদে ফেলে দেওয়ার ঘটনা এবং মৃত্যুকে ঘিরে ইতিমধ্যেই নানান প্রশ্ন উঠছে। নেহাতই দুর্ঘটনা নাকি আগে থেকে ছক কষে খুন? ঘটনা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে।

প্রসঙ্গত, পূর্ব মেদিনীপুরের ময়নার বাকচায় বিজেপি নেতাকে অপহরণ করে খুনের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, গতকাল সন্ধেয় বাড়ি ফেরার পথে স্ত্রীর সামনেই প্রথমে মারধর করা হয় বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে। এরপর তাঁকে মোটরবাইকে চাপিয়ে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়। গভীর রাতে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে বিজেপি নেতার দেহ মেলে। এনিয়ে ইতিমধ্যেই রীতিমত উত্তপ্ত ময়না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*