কর ফাঁকি দেওয়ার অভিযোগে রোটোম্যাকের মালিক বিক্রম কোঠারির বিরুদ্ধে ফাইল করা হলো ৬ টি চার্জশিট। আয়কর বিভাগের তরফ থেকে একথা জানানো হয়েছে। আয়কর আইনের বিভিন্ন ধারায় লখনউয়ের বিশেষ আদালতে ওই চার্জশিট ফাইল করা হয়েছে।
এর আগেও রোটোম্যাক গ্রুপ ও তার প্রোমোটারের ৪ টি স্থাবর সম্পত্তি আটাচ করেন আয়কর আধিাকারিকরা। আট্যাচ করা হয়েছে উত্তরপ্রদেশের বিভিন্ন ব্যাঙ্কের শাখার মোট ১৪টি অ্যাকাউন্ট। তাদের কাছ থেকে শুধু কর বাবদ ১০৬ কোটি টাকা অনাদায় রয়েছে। তা আদায় করতেই অ্যাটাচ করা হয়েছে ওই সম্পত্তি ও ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি।
রোটোম্যাকের মালিক বিক্রম কোঠারি, তাঁর স্ত্রী সাধনা ও ছেলে রাহুল কোঠারির বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু করেছে সিবিআই। তাঁদের বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা দায়ের করেছে ইডিও।
Be the first to comment