৫ চিনা নাগরিককে গ্রেফতার করলো আরপিএফ

Spread the love

কলকাতা স্টেশন চত্বর থেকে ৫ চিনা নাগরিককে গ্রেফতার করেছে আরপিএফ। তাদের কাছ থেকে ব্যাগে প্রচুর পরিমাণ নিষিদ্ধ মাদক অ্যানস্টেমাইন উদ্ধার হয়েছে। ১৯৭ কেজি। যার আনুমানিক দাম ৪০ কোটি টাকা। অ্যামস্টেমিনাইন নামে এই মাদক চিনে প্রচলিত। কলকাতায় এই ধরনের মাদকের এই প্রথম খোঁজ মিলল। পুলিস জানতে পেরেছে, শহরের বিভিন্ন পার্টিতে সরবরাহ করার জন্যই আনা হয়েছিল ওই মাদক। অন্যদিকে, মাদকচক্রের সঙ্গে যুক্ত সন্দেহে ভবানীপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে এক যুবককে। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে পঁয়ত্রিশটি এলএসডি ব্লট পেপার, এসট্যাসি ট্যাবলেট ও কোকেন।

জানা গেছে, ধৃতের নাম মুব্বাসি আন্নান। বেঙ্গালুরুর এক কলেজ ছাত্রের সাহায্যে শহরে ড্রাগ পাচার করত সে। বেঙ্গালুরুর থেকে মাদক নিয়ে এসে কলকাতার বিভিন্ন কলেজের ছাত্র ও ধনী যুবকদের মধ্যে মাদক সরবরাহ করত মুব্বাসি। মাদক সরবরাহ করা হত এলিট পার্টিগুলিতেও। বুধবারই সৌমিক মুখার্জি নামে এক ম্যানেজমেন্ট পড়ুয়াকে গ্রেফতার করে কলকাতা গোয়েন্দা পুলিশ। সৌমিককে জেরা করে পরে মৃগাঙ্ক ব্যানার্জি ও কৌস্তুভ কর নামে আরও দুই ইঞ্জিনিয়ারিং ছাত্রকে গ্রেফতার করে পুলিস।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*