গতকাল জয়পুরে রাজস্থানের কাছে পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ ডু অর ডাই পরিস্থিতির। সেই ম্যাচ হারলেই প্লে অফ থেকে প্রায় ছিটকে যাবে তারা। কিংস ইলেভেন পাঞ্জাব এই আসরে দুর্দান্ত খেলছে। গেল, রাহুল, নায়ার তাদের ব্যাটিং এবং বোলিং-এ মুজিবর রহমান বিপক্ষ দলকে যথেষ্ট বেগ দিচ্ছে। অন্যদিকে রাজস্থান রয়্যালস তাদের সামর্থ্য অনুযায়ী কিছুই খেলতে পারছে না।
রাজস্থান রয়্যালস টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয়। শুরুতেই অধিনায়ক আজিঙ্কা রাহানে(৯) সহ দুই উইকেট পড়ে যায়। তারপর জস বাটলার ৫৮ বলে ৮২ রান করেন। রাজস্থান নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৮ রান সংগ্রহ করে। মুজিবুর রহমান ২ উইকেট নেন। অ্যান্ড্রু টাই ৪ উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে পাঞ্জাব ২০ ওভারে ৭ উইকেটে ১৪৩ রান তুলতে সক্ষম হয়েছে। পাঞ্জাব শুরুতেই গেলকে(১) হারায়। তারপর একে একে প্রথম সারির প্রায় সব ব্যাটসম্যানরাই আউট হয়ে যান। কেউ দুই অঙ্কের স্কোরে যেতে পারেনি। ব্যাতিক্রম শুধুমাত্র লোকেশ রাহুল। তিনি একপ্রান্ত ধরে রেখে ৭০ বলে ১১টি চার এবং ২ ছক্কা সহযোগে ৯৫ রান করেন। কিন্তু পাঞ্জাবকে জেতাতে পারেননি। মাত্র ১৫ রানে হার মানতে হয় রাজস্থানের কাছে। এই ম্যাচ জিতে প্লে অফে যাওয়ার সম্ভাবনা তৈরী করলো রাজস্থান। পয়েন্ট টেবিলে রাজস্থান এখন ৬ নম্বর স্থানে উঠে এসেছে। অন্যদিকে পাঞ্জাব আছে ৩ নম্বর স্থানে।
ম্যাচের সেরা নির্বাচিত হন জস বাটলার।
Be the first to comment