রাজস্থানের কাছে এবার কঠিন পরীক্ষা

Spread the love

এবারের আইপিএলে সানরাইজ হায়দ্রাবাদের সবচেয়ে শক্তিশালী দিক হল তাদের বোলিং। এই বোলিং এর জন্যই তারা ৭ ম্যাচের মধ্যে ৫ ম্যাচ জয়লাভ করেছে। তাদের বোলিং আক্রমণের নেতৃত্ব দিচ্ছে আফগানিস্তানের রহস্য স্পিনার রশিদ খান। এছাড়াও তাকে যোগ্য সহায়তা করছে সাকিল আল হাসান, সিদ্ধার্থ কল, সন্দীপ শর্মা ও বাসিল থাম্পি। ভুবনেশ্বর কুমারের চোট থাকায় খেলতে পারেননি গত ২ টি ম্যাচ। তা সত্ত্বেও সানরাইজ হায়দ্রাবাদ এবারের আসরে জিতে চলেছে একের পর এক ম্যাচ। তাদের ব্যাটিং সেভাবে মেলে ধরতে পারেনি। অধিনায়ক কেন উইলিয়ামসন এবং কিছুটা ইউসুফ পাঠান তাদের ব্যাটিং-এ ভরসা যোগাচ্ছেন। আজ জয়পুরে নিজেদের মাঠে এই হায়দ্রাবাদের বিরুদ্ধে মাঠে নামবে রাজস্থান রয়্যালস। অধিনায়ক আজিঙ্ক রাহানের কাছে বেশ কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তারা ৬ ম্যাচে ৩টেতে জিতে পয়েন্ট তালিকায় ৫ নম্বরে রয়েছে। আজ তারা জিতে পয়েন্ট তালিকায় প্রথম চার এর মধ্যে আসার চেষ্টা অবশ্যই করবে। তাদের দলের মূল ভরসা সঞ্জু সামসন, বেন স্টোকস, জস বাটলার এবং অধিনায়ক রাহানে। আজ বিকাল ৪টে থেকে এই দুই দলের মধ্যে লড়াই হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*