দেশকে সুরক্ষা দেওয়ার পিছনে বড় ভূমিকা পালন করে আরএসএসঃ কেটি থমাস

Spread the love

সেনাবাহিনী, সংবিধান ও গণতন্ত্রের পরই দেশকে সুরক্ষিত রাখার পিছনে বড় ভূমিকা পালন করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ অর্থাৎ আরএসএস। এমনটাই মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি কেটি থমাস। সম্প্রতি, আরএসএসের একটিও ট্রেনিং ক্যাম্পে উপস্থিত হয়ে এমন মন্তব্য করেন তিনি। রবিবারই কেরালার কোত্তায়ামে আরএসএস-এর একটি শিবিরে গিয়েছিলেন থমাস। ৮০ বছর বয়সি প্রাক্তন এই বিচারপতি সেখানে বলেন, ভারতীয় সংবিধান, গণতন্ত্র ও সেনাবাহিনী দেশকে সুরক্ষিত রাখে। ভাগ্যক্রমে আরএসএস-এর মতো সংগঠন তৈরি হয়েছে। তারাও দেশকে সুরক্ষিত রাখার কাজ করে। আমার মনে হয়, ভারতীয় সংবিধান, গণতন্ত্র ও সেনাবাহিনীর পরই দেশ সুরক্ষিত থাকে আরএসএস-এর জন্য। পাশাপাশি তিনি মনে করেন, যেভাবে আরএসএস তার সদস্যদের শরীরচর্চার ট্রেনিং দেয়, কোনও হামলা হলে দেশের সুরক্ষায় তা কাজে লাগবে। দেশকে জরুরি অবস্থা থেকে মুক্ত করার জন্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘকে ধন্যবাদও জানান থমাস।

প্রসঙ্গত, রাজীব গান্ধির হত্যাকারীদের ফাঁসির আদেশ দিয়েছিল সুপ্রিম কোর্টের যে বেঞ্চ, তার অন্যতম সদস্য ছিলেন থমাস। সামাজিক কাজকর্মে অবদানের জন্য ২০০৭ সালে তিনি পদ্মভূষণ পান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*