কর্ণাটকে জিততে সাহায্য করেছে আরএসএস

Spread the love

বিশেষ প্রতিনিধি,

কংগ্রেসের তরফে জোট সরকার গঠনের বার্তা দেওয়া হয়েছে৷ জাতীয় স্তরের বেশি কিছু সংবাদ মাধ্যমের দাবি, কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী বিশেষ বার্তা পাঠিয়েছেন জেডিএস-কে৷ এতে বলা হয়েছে এইচ ডি কুমারস্বামীকে মুখ্যমন্ত্রী পদে মেনে নিতে কোনও আপত্তি নেই৷

দুপুর পর্যন্ত কংগ্রেসের খাতায় যাচ্ছে ৭১টি আসন৷ আর জেডিএস পেতে চলেছে ৪১টি৷ দুই দলের জোট হলে অবিজেপি সরকারের হাতেই যাচ্ছে কর্ণাটক৷ বিজেপির দখলে ১০৯টি আসন৷

তাদের এই জয়ের পিছনে আরএসএস ক্যাডারদের ভূমিকার কথা স্বীকার নিলেন বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব৷ কর্ণাটকের বড় জয়ের পিছনে এই ক্যাডারদের অক্লান্ত পরিশ্রম রয়েছে বলে তাদের অভিনন্দন জানান রাম মাধব৷

কর্ণাটকে জয় পেতে বিজেপিকে নি:শর্ত সাহায্য করেছে আরএসএস বলে এদিন জানান তিনি৷ সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, কর্ণাটকের বিজেপি নেতৃত্ব যেমন পরিশ্রম করেছে এই জয় পেতে, তেমনই পরিশ্রম করেছে আরএসএস ক্যাডাররা৷

তাঁর মতে একটা পরিবারের মতো থেকে এরা কাজ করেছে৷ ইয়েদুরাপ্পা থেকে শুরু করে বিজেপির নীচু স্তরের প্রতিটি কর্মী এই জয়ের দাবীদার৷ আর এই জয়ের সমান ভাগীদার সঙ্ঘ পরিবারের প্রত্যেক কর্মী৷

পাশাপাশি, কর্ণাটকের মানুষকে তিনি ধন্যবাদ জানিয়েছেন বিজেপিকে ভরসা করার জন্য৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সভাপতি অমিত শাহের হাত ধরে যেভাবে কর্ণাটকে উত্থান হয়েছে বিজেপির, তা অভূতপূর্ব বলে বর্ণনা করেছেন তিনি৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*