বিরোধীদের বাধার মধ্যেই রাজ্যসভায় পাশ হলো তথ্য জানার অধিকার আইন (RTI) সংশোধনী বিল ৷ বৃহস্পতিবার সংসদের উচ্চকক্ষে আরটিআই সংশোধনী বিল পাশ নিয়ে ব্যাপক হট্টগোল হয় ৷ বিলটিকে সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি তোলে বিরোধীরা। শেষপর্যন্ত ধ্বনি ভোটে সংশোধনী বিলটি পাশ করে কেন্দ্র ৷
প্রসঙ্গত, ২৩ জুলাই লোকসভায় পাশ হয় RTI সংশোধনী বিল ৷ গতকাল তা রাজ্যসভায় পেশ করে কেন্দ্র ৷ কিন্তু, সংশোধনী বিলটিকে সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবিতে সরব হয় বিরোধীরা ৷ তবে সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবিতে ভোটাভুটিতে হেরে যায় বিরোধীরা ৷ সিলেক্ট কমিটিতে পাঠানোর পক্ষে ভোট পড়ে ৭৫টি ৷ আর বিপক্ষে ভোট পড়ে ১১৭টি ৷ এরপর কংগ্রেস, তৃণমূল এবং DMK সাংসদরা ওয়াকআউট করেন ৷ বিরোধীদের দাবি, সাধারণ মানুষের সংশোধিত বিলে তথ্য জানার অধিকার খর্ব হবে ৷ কেন্দ্রের হস্তক্ষেপে RTI কর্তৃপক্ষ একক সিদ্ধান্ত নিতে পারবে না ৷
যদিও কেন্দ্রীয় সরকারের পাল্টা দাবি, এই সংশোধনী বিলে শুধুমাত্র কতগুলো ত্রুটি ঠিক করা হচ্ছে ৷ তথ্য কমিশনারের ক্ষমতা কমানো হচ্ছে না ৷ রাজ্যসভায় গতকাল উপস্থিত না থাকলেও এই বিল পাশ করানোর ক্ষেত্রে তৎপরতা দেখান খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ গতকাল বিজেডির সমর্থন চেয়ে নবীন পট্টনায়েকের সঙ্গেও কথা বলেন তিনি ৷
Be the first to comment