ফের প্রচারে গিয়ে তৃণমূলের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষের। সোমবার খিদিরপুর ৭৭ নম্বর ওয়ার্ডে প্রচার সারছিলেন ভবানীপুরের বিজেপি প্রার্থী। সেখানে বিনা প্ররোচনায় তাঁদের উপর ইটবৃষ্টি শুরু হয় বলে অভিযোগ। বিজেপির অভিযোগের তির তৃণমূলের দিকে।
রুদ্রনীলের অভিযোগ, প্রার্থীকে প্রচারে বাধা দেওয়া হচ্ছে। উল্টে পুলিশ তাঁদেরই প্রচার বন্ধ করে চলে যেতে বলছে। সংবাদমাধ্যমের সামনে তীব্র ক্ষোভ উগরে দেন রুদ্র। তাঁর কথায়, “শান্তিপূর্ণ প্রচারে বাধা দেওয়া হচ্ছে। পুলিশ আমাদের বলছে, আপনারা চলে যান। নীরব দর্শকের ভূমিকা নেওয়া পুলিশ ব্যাজ খুলে তৃণমূলের পতাকা লাগিয়ে দিন।”
বিজেপির অভিযোগ, এখানে তারা কোনও প্রচার করতে পারবে না বলে হুমকি দিয়েছে তৃণমূল। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর খাসতালুকে এবার বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। ভবানীপুরের প্রার্থীর প্রচারে আগেও বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। আগেও ইটবৃষ্টি, সবুজ-গেরুয়া দুই শিবিরের কর্মী-সমর্থকদের সংঘর্ষের জেরে আক্রান্ত হন খোদ পদ্ম শিবিরের তারকা প্রার্থী। সেদিন বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষের নিশানায় ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং ফিরহাদ হাকিম। ফিরহাদের অনুগামীরাই আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ করেন রুদ্রনীল।
Be the first to comment