মতামত দিচ্ছেন প্রখ্যাত বিউটিসিয়ান শর্মিলা সিং ফ্লোরা
শীতের রুক্ষ্মতা এক অন্যতম বৈশিষ্ট্য। শীতকালে যেমন গাছপালাতে পাতা ঝরে যায়, পশু পাখিরও লোম পড়ে যায়। প্রকৃতির এই সময় আর্দ্রতা কমে যায়। মানুষের শরীরেও তার প্রতিফলন হয়। শুকনো মরা চামড়া মাথায় জমে খুসকি বা ড্যানড্রাফ তৈরী হয়। শীতের ঠান্ডা জলে অনেকে রোজ চান করে না। তাতেও এই শুকনো চামড়া জমে অসুবিধা তৈরী হয়। এরজন্যে প্রত্যেকদিন পারলে গরম জলে মাথা ধোওয়ার প্রয়োজন। তার সাথে লাগাতে হবে অ্যান্ট-ড্যানড্রাফ শ্যাম্পু এবং খুসকি প্রতিরোধকারী লোশন। মাথা পরিষ্কার রাখা প্রয়োজন এবং ঘরোয়া পদ্ধতিতে লেবুর রস এবং আদার রস লাগিয়েও অনেক সময় উপকার পাওয়া যায়। মাঝে মাঝে বিউটি পার্লারে যেতে হবে। খুসকি বেশিদিন থাকলে পরবর্তীকালে চুলের গোড়ায় বিভিন্ন অসুখ হতে পারে এবং চুল পড়া বেড়ে যায়।
Be the first to comment