অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্টের রায়ের দিকে যখন তাকিয়ে গোটা দেশ, ঠিক সেই আবহে রাম মন্দির নিয়ে মন্তব্য করে শোরগোল ফেলে দিলেন মোদীর রাজ্যের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি। আত্মবিশ্বাসের সুরে গুজরাতের মুখ্যমন্ত্রী জানালেন, শীঘ্রই রাম মন্দির নির্মাণের কাজ শুরু করা হবে। পাশাপাশি রুপানি এও বলেন, পাক অধিকৃত কাশ্মীর শীঘ্রই অধিগ্রহণ করবে মোদী সরকার।
পঞ্চমহল জেলায় একটি সভায় গুজরাতের মুখ্যমন্ত্রী বলেন, যেভাবে কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল করে প্রতিশ্রুতি পূরণ করেছে বিজেপি, তেমনই রাম মন্দিরের স্বপ্নও পূরণ করা হবে। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, রাম জন্মভূমি মামলার শুনানি শেষ করেছে সুপ্রিম কোর্ট। আগামী মাসের মধ্যে রায় দেবে আদালত। আমরা রাম মন্দিরের স্বপ্ন দেখতে পারি, কারণ এই স্বপ্ন শীঘ্রই পূরণ করা হবে।
উল্লেখ্য, এর আগেও বিভিন্ন সময় বিজেপি নেতা-মন্ত্রীরা রাম মন্দির নির্মাণের ব্যাপারে সওয়াল করেছেন। অযোধ্যা মামলার রায়ের মুখে বিজয় রুপানির এহেন মন্তব্য ঘিরে জোর চর্চা শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে।
প্রসঙ্গত, বুধবার বিকেল ৪টায় সুপ্রিম কোর্টে শেষ হয় বিতর্কিত রাম জন্মভূমি-বাবরি মসজিদের জমি সংক্রান্ত মামলার শুনানি। গত ৬ অগাস্ট থেকে এ মামলার দৈনিক শুনানি শুরু হয়েছিল। এ মামলায় রায়দান স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট। সম্ভবত, আগামী মাসেই এই মামলায় রায় ঘোষণা করতে পারে দেশের শীর্ষ আদালত।
Be the first to comment