প্রতিদিন- নখের যত্ন নিন

Spread the love

মতামত দিচ্ছেন প্রখ্যাত বিউটিসিয়ান শর্মিলা সিং ফ্লোরা

শীতে নখের যত্ন-

আমরা রূপচর্চা ত্বক, মুখ বা চুলের যত্নের দিকে বেশি নজর দিলেও একথা বলাই যায় যে হাত ও পা’র দিকে অতটা নজর দিই না। বিশেষ করে হাত ও পা এর নখ সুন্দর হওয়া খবই জরুরি। এক্ষেত্রে প্রতিদিন যত্ন নেওয়া প্রয়োজন। বিশেষ করে শীতকালে অনেক সময় নখ ভেঙে যায়। নখের উপর দাগ হয়ে যায় এর জন্য ক্যালসিয়াম ট্যাবলেট নেওয়া যেমন জরুরি তেমনি সবুজ শাক সবজী খাওয়াও প্রয়োজন। তবে এটা বলাই যায় প্রতিদিন নখের যত্ন নিন। নখকে পরিস্কার পরিচ্ছন্ন রাখুন, ফাইলিং করুন, পার্লারে গিয়ে ম্যানিকিয়র করুন। গরমজলে জিলেটিন, গ্লিসারিন মিশিয়ে হাত পা ভিজিয়ে রাখুন এবং তারপর লাগাবেন ফুট ক্রীম বা হ্যান্ড ক্রীম। পাশাপাশি ভালো কোম্পানীর নেল পলিশ লাগাবেন এবং নেল পলিশ বদলের সময় ভালো কোম্পানীর রিমোভ্যাল দিয়ে আগের নেল পলিশকে মুছে তারপর লাগাবেন। এইভাবে দৈন্যন্দিন পরিচর্যার মাধ্যমে ভেঙে যাওয়া নখ তার জৌলুস ফিরে পায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*