কথায় আছে সুন্দর মুখের জয় সর্বত্র। কিন্তু এই সুন্দর মুখে যদি ব্রন বা ফুসকুরি দেখা যায় তখন সেই মুখ খানিকটা নিষ্প্রভ হয়ে যায়। আমরা কথা বলেছিলাম রুপ বিশেষজ্ঞ শর্মিলা সিং ফ্লোরার সাথে। তিনি বলেন, গরম পড়ছে, এই সময় মুখ ঘামবে বেশি। ত্বকের যে ছিদ্র বা পোরস্ গুলো আছে সেগুলো এ সময় ওপেন হয়ে যায় এবং তাতে ময়লা জমে। বেশি তেল বেরোনো শুরু হয়। যার ফলে এই সময় সঠিক যত্ন না নিলে ফুসকুরি বা ব্রণ আপনাকে ভোগাতে পারে। এর জন্য কি করা প্রয়োজন তা এখন বলি-
১। বারে বারে মুখে জল দিয়ে ধুতে হবে, মুখ পরিস্কার রাখতে হবে।
২। ব্যবহার করতে হবে টোনার এবং স্কীন ক্রিম।
৩। ক্লোভ অয়েলের সাথে বেস অয়েল(ভেজিটেবল অয়েল) মিশিয়ে নিলেও ব্রণ চলে যায়।
৪। নিমপাতা ও পুদিনপাতা একসঙ্গে বেটে লাগাতে পারেন।
৫। পেট পরিস্কার রাখতে হবে, জল খেতে হবে।
৬। ফ্লোরাস স্কিন ক্লিয়ার ক্রিম ব্যবহার করতে পারেন। দাম – ২২০/-
এইভাবে আপনি আপনার মুখে ছোট ছোট দাগগুলো হয় সেগুলো সারিয়ে নিজেকে আরও সুন্দর করতে পারেন।
Be the first to comment