মঙ্গলবার টাকার দাম পতনের সর্বকালীন রেকর্ড গড়লো!

Spread the love

টাকার দাম পতনের সর্বকালীন রেকর্ড হল মঙ্গলবার। ডলারপিছু টাকার দাম হল ৭০ টাকা ৯ পয়সা। সকালে মুদ্রাবাজারে তুরস্কের সঙ্কট আরও অন্য দেশে ছড়িয়ে পড়ার আতঙ্ক তৈরি হয়েছে। সকাল সাড়ে দশটা নাগাদ টাকার দরপতনের এই রেকর্ড হয়েছে। সকালের দিকে মার্কিন ডলার ৬৯ টাকা ৯১ পয়সা থেকে ২৩ পয়সা কমে ৬৯ টাকা ৬৮ পয়সা হয়।

তবে তারপরই বিদেশি এক্সচেঞ্জের বাজার থেকে দেশি মুদ্রার জন্য কোনও সাহায্য না আসায় টাকার দর পড়তে থাকে। তরস্কের মুদ্রাবাজারের তোলপাড়ের জেরে বিনিয়োগকারীরা ডলারের দিকেই বেশি ঝুঁকছেন। গত সপ্তাহ থেকেই তুরস্কের মুদ্রা লিরা সঙ্কটে রয়েছে। এবছর লিরার দর পড়েছে ৪০ শতাংশ। সোমবার ভারতীয় টাকার মূল্য ১ টাকা ১০ পয়সা পড়ে যায়। একদিনে এই পতন ছিল গত পাঁচবছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০১৩ সালে টাকার দাম পড়েছিল ১ টাকা ৪৮ পয়সা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*