পুজোর মুখে মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো রূপনারায়ণ নদে। সোমবার সকালে পূর্ব মেদিনীপুরের রূপনারায়ণ নদে নৌকাডুবির ঘটনা ঘটে। ঢেউয়ের তোড়ে যাত্রীবাহী নৌকা উল্টে যায়। সূত্রের খবর, নৌকায় ৫০-৬০ জন যাত্রী ছিলেন। অনেকে সাঁতরে পাড়ে ওঠার চেষ্টা করেন। ১৫-১৬ জনকে এখনও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা যাচ্ছে। এই ঘটনায় বেশ কয়েকজন যাত্রী এখনও নিখোঁজ। তাঁদের খোঁজে জোরকদমে উদ্ধারকাজ শুরু হয়েছে। উদ্ধারে নেমেছে উপকূলরক্ষীবাহিনী।
সূত্র মারফৎ জানা গিয়েছে, সোমবার সকাল সাড়ে ৯টা নাগাদ মহিষাদলের মায়াচর থেকে বাড় অমৃতবেড়িয়ার দিকে যাচ্ছিল একটি নৌকা। মাঝনদীতে ঢেউয়ের তোড়ে উল্টে যান নৌকা। এর জেরে সব যাত্রীই রূপনারায়ণ নদে পড়ে যান। অনেকে সাঁতরে পাড়ে ওঠার চেষ্টা করেন। ঘটনার খবর পেয়ে ছুটে আসে মহিষাদল ও তমলুক থানার পুলিশ। জোরকদমে উদ্ধারকাজ শুরু হয়। ১৫-১৬ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে এখনও পর্যন্ত। বেশ কয়েকজন যাত্রীর তলিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
Be the first to comment