রবিবার বিকেলে রাশিয়ার রাজধানী মস্কোর দমোদিদভো বিমানবন্দর থেকে একটি উড়োজাহাজ ৭১ জন যাত্রী নিয়ে ওড়ার কিছুক্ষণ পরই রাডার থেকে হারিয়ে যায় এবং ভেঙে পড়ে। সূত্রের খবর থেকে জানা যায়, আঞ্চলিক রুটে চলাচলকারী দ্য সারাটভ এয়ারলাইন্সের এএন-১৪৮ উড়োজাহাজটি মস্কো থেকে রাশিয়ার দক্ষিণের শহর অরস্ক যাচ্ছিল। এতে ৬৫ জন আরোহী ও ছয়জন ক্রু ছিল। ওড়ার কিছুক্ষণ পরেই উড়োজাহাজটি ভেঙে পড়েছে। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন যে উড়োজাহাজটি মস্কোর রামেনস্কি জেলায় ভেঙে পড়েছে।
একটি সূত্র থেকে জানা গেছে, ‘ক্রু ও যাত্রীদের বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই।’ তবে এখনো পর্যন্ত এ ব্যাপারে রুশ কর্মকর্তা বা বিমান সংস্থাটি আনুষ্ঠানিক ভাবে কোনো বক্তব্য দেয়নি।
Be the first to comment